এছাড়া ভোটের আগের দিন শুক্রবার সরকারি ছুটি থাকায় অনেকেই ঢাকার বাইরে গেছেন বলেও ধারণা করছেন তিনি।
শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা করছিলেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
রাত ১১টা পর্যন্ত ঘোষিত ফলাফলে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা আতিকুল সাড়ে ১১টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে আসেন।
ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। আমরা সব প্রার্থীরা মিলে চেষ্টা করেছি যেন ভোটাররা ভোট দিতে আসেন, কিন্তু আশানুরূপ ভোটার ভোট দিতে আসেননি।”
কেন ভোটার উপস্থিতি কম এমন জিজ্ঞাসায় আতিক বলেন, “আমরা যেটুকু বুঝতে পেরেছি, রিকশা কিন্তু কম ছিল, আজকে ছুটি, গতকালকেও ছুটি ছিল। অনেকে ঢাকার বাইরে চলে গেছেন। …যদি আজকে গাড়ি ঘোড়া চলত তাহলে ভোটার আরও বেশি হতে পারত।”
আগামীতে ভোটের দিন যানবাহন চলাচলের সুযোগ রাখা যায় কি না, সে বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানান আতিকুল।
“আজকের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেহেতু এখন ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই এখন ভোটের দিন গাড়ি-ঘোড়া চলতে পারে।”