জনপ্রিয়তা ও ইভিএমের পরীক্ষা হয়ে গেল: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2020 01:37 AM BdST Updated: 02 Feb 2020 01:38 AM BdST
-
ছবি: ইয়াসিন কবির জয়
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সরকারের জনপ্রিয়তা ও ইভিএমে ভোটের পরীক্ষা হয়ে গেল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগণনায় এগিয়ে থাকার মধ্যে শনিবার রাত সাড়ে ৯টার দিকে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান নৌকার দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এই নির্বাচন ইভিএমের মাধ্যমে হয়ে গিয়েছে। ইভিএমের মাধ্যমে দেওয়া এটা একটা পরীক্ষাও ছিল। আরেকটা পরীক্ষা ছিল, আমরা যে এত কাজ করলাম মানুষের জন্য তাহলে মানুষ আমাদের কতটুকু আস্থায় নেয়, বিশ্বাস করে এবং ভোট দেয় কি না সেটারও একটা টেস্ট হয়ে গেল।”
এই সিটি করপোরেশন নির্বাচনের দিকে অনেকের দৃষ্টি ছিল মন্তব্য করে তিনি বলেন, “অনেকেই তো অনেক কথা বারবার বলে। কাজেই সকলের তো একটা দৃষ্টি-ই ছিল।”
নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে রোববার হরতালের ডাক দিয়েছে বিএনপি।
এ বিষয়ে শেখ হাসিনা বলেন, “বিএনপি ক্ষমতায় থাকতে যে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই সৃষ্টি, মানিলন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ… যে সমস্ত কর্মকাণ্ড তারা করেছে তাতে মানুষ কোনো দিনই তাদের সমর্থন দেয় না, তাদের চায়ও না।
“এতদিন তারা যে গুন্ডামি করে ভোট নিত সেটা এবার হয় নাই, পারে নাই। সেটাই সমস্যা তাদের জন্য।”
অনুষ্ঠানে দুই সিটিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদও বক্তব্য রাখেন।
-
‘সীমিত পরিসরে’ চালু হল অভ্যন্তরীণ ফ্লাইট
-
দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা বরাদ্দ
-
খালেদার অবস্থা আগের চেয়ে ভালো
-
জামিলুর রেজা চৌধুরীর নামে বুয়েটে ভবন
-
চুয়েট, কুয়েট ও রুয়েটে সমন্বিত ভর্তির আবেদন শুরু শনিবার
-
তীব্র তাপপ্রবাহ আরও ‘কয়েকদিন’
-
মাঠ পর্যায়ে হিসাবরক্ষণ কার্যালয় খুলছে
-
ভোট না হওয়া পর্যন্ত ইউপির জনপ্রতিনিধিরা বহাল
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ