পুরান ঢাকায় নির্বাচনী সংঘাতে আহত ১

সিটি করপোরেশন ভোটের আগের রাতে পুরান ঢাকায় এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আরেক প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2020, 06:03 PM
Updated : 31 Jan 2020, 06:03 PM

আহত মো. নাজির হোসেন মোল্লাকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তিনি ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. শহীদুল ইসলাম বাবুলের সমর্থক।

নাজির হাসপাতালে সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুলের ভাগ্নে রুবেলের নেতৃত্বে প্রায় আট থেকে দশজন আমার উপর হামলা করে।”

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বলেন, শুক্রবার রাত ৮টার দিকে ইসলামবাগে শহীদুল ইসলাম বাবুল ও জাহাঙ্গীর আলম বাবুলের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় নাজির পাশের ড্রেনে পড়ে আহত হন।

এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।