ভোটের দিন নৌ চলাচলেও বিধি-নিষেধ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি আশপাশের জেলার সঙ্গে রাজধানীর নৌ চলাচল বন্ধ থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 02:43 PM
Updated : 29 Jan 2020, 02:43 PM

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ অনুসারে ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান (ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং স্পিড বোট চলাচল করবে না।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ-এর পরিচালক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূলত ঢাকাবেষ্টিত নৌপথ দিয়ে ওই সময়ের মধ্যে নৌযান চলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ বা অন্য কোনো ছোট দূরত্বের জায়গায় কোনো নৌযান চলাচল করবে না।

দূরবর্তী যাত্রাপথ যেমন ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ইত্যাদি অর্থাৎ যে পথে অনেক সময় লাগে সে পথের লঞ্চ চলাচলে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে জানান তিনি।

“স্বল্প দূরত্বে থেকে কোনো মানুষ যাতায়াত করে নির্বাচনে নৈরাজ্যজনক কোনো প্রভাব বিস্তার বা কোনো অরাজকতা যাতে না ঘটাতে পারে সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে,” বলেন রফিকুল ইসলাম।