বাংলা একাডেমির সভাপতি থাকছেন আনিসুজ্জামান

বাংলা একাডেমির সভাপতি হিসেবে চতুর্থবারের মত নিয়োগ পেয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 04:03 PM
Updated : 28 Jan 2020, 04:03 PM

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সোমবার অধ্যাপক আনিসুজ্জামানকে আগামী ২৯ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

২০১২ সালের ১৩ ডিসেম্বর থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন অধ্যাপক আনিসুজ্জামান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মুনীরা

কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মুনীরা সুলতানাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাচিবিক অনুবিভাগে আরও তিনজন মহাপরিচালক রয়েছেন। বর্তমানে প্রধানমমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে রয়েছেন আহমদ কায়কাউস। আর মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্বে আছেন।