জাপানের নারুতো সিটির সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চুক্তি

সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদ বিনিময়ে জাপানের নারুতো সিটির সঙ্গে ‘ফ্রেন্ডশিপ সিটি’ চুক্তি করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 12:22 PM
Updated : 28 Jan 2020, 12:22 PM

নারুতো সিটির মেয়র মিশিহিকো এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার সচিবালয়ে নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে সই করেন।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকায় জাপান দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স হিরোউকি আমায়া এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী তাজুল ইসলাম জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে এমন ‘ফ্রেন্ডশিপ’ চুক্তি এটাই প্রথম। এই চুক্তির ফলে দুটি শহর পরস্পর পরস্পরকে সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা এবং মানবসম্পদ বিনিময়ে সাহায্য করতে পারবে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের ভূমিকা তুলে ধরে তাজুল বলেন, “আমরা যদি তাদের দর্শনগুলো অনুসরণ করি তবে আমাদের অনেক উন্নতির সুযোগ আছে।”