ভোটের দিন ‘ভালো’ আবহাওয়ার আশা

দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেই রাজশাহী  ও খুলনা অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 09:01 AM
Updated : 28 Jan 2020, 09:01 AM

তবে ১ ফেব্রুয়ারি ভোটের দিন আবহাওয়া তুলনামূলকভাবে ‘ভালো’ থাকবে বলেই আশা দিচ্ছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী  ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চল ও রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারী শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বৃষ্টি হলে বুধবার-বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বৃষ্টি শেষে শীতের তীব্রতা ফের কিছুটা বাড়তে পারে তবে ১ ফেব্রুয়ারি ভোটের দিন আবহাওয়া তুলনামূলকভাবে ‘ভালো’ থাকবে বলেই আশা করা যায়।