মার্কেন্টাইল কো-অপারেটিভের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গ্রাহকের সোয়া নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে  মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 02:11 PM
Updated : 27 Jan 2020, 02:11 PM

সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাউদ্দিন এই মামলা করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার কমিশন থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয়।

আসামিরা হলেন- দ্য প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শিহান আবরার চৌধুরী, এমডি শামসুন নাহার ও ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন।
এজাহারে বলা হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে শিহান আবরার চৌধুরী নিজের অবৈধ প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহারের সহায়তায় আমানতকারীদের নয় কোটি ২৫ লাখ টাকা অবৈধভাবে ঋণ হিসেবে গ্রহণ করে আত্মসাৎ করেন।
সেই টাকায় বনানী ডিওএইচএস ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় তারা নিজেদের নামে সম্পত্তি কিনেছেন বলে মামলায় বলা হয়।
আসামিরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের অর্থ অবৈধভাবে ঋণ গ্রহণ এবং অর্থ স্থানান্তর, রূপান্তর করার মাধ্যমে সম্পদ অর্জন করেছেন অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় মামলা করা হয়।