সিটি ভোটের দিন ঢাকায় ছুটি

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 01:12 PM
Updated : 27 Jan 2020, 02:33 PM

আগামী ১ ফেব্রুয়ারি শনিবার এই ছুটি ঘোষণা করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, নির্বাচন কমিশনের অনুরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আগামী ১ ফেব্রুয়ারি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হল।

তবে ভোটের দিন নির্বাচনী এলাকায় কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন বলে আদেশে বলা হয়েছে।

ঢাকা সিটি ভোটের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা ইতোমধ্যে দুদিন পিছিয়ে দিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন সূচি প্রকাশ করা হয়েছে।

এই নির্বাচনে ভোটার সংখ্যা অর্ধ কোটির বেশি। প্রায় ২৪০০ কেন্দ্রে ইভিএমে এই ভোট হবে।