লটারির কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ১

লটারিতে গাড়ি-ফ্ল্যাট পাওয়ার কথা বলে ফোন করে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 02:37 PM
Updated : 26 Jan 2020, 02:37 PM

গ্রেপ্তার যুবকের নাম রুবেল মুন্সি (২৬)। শনিবার তাকে ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা জানিয়েছেন।

সিআইডি জানায়, মোবাইল ব্যাংকিংয়ের একাউন্ট খুলে  প্রায় ৫৫লাখ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন রুবেল।
খিলগাঁও থানার একটি প্রতারণার মামলায় রুবেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা ফাতেমা বলেন, মোবাইল ফোনের বিভিন্ন গ্রাহককে লটারিতে ফ্ল্যাট কিংবা গাড়ি জেতার ভুয়া খবর দিয়ে টাকা নিতেন রুবেল।

এই ঘটনায় ২০১৮ সালের জুন মাসে একজন মামলা করেন রুবেলের বিরুদ্ধে। এই মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি।