কসোভোর সঙ্গে সহযোগিতা বাড়াতে জোর প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও কসোভোর মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলো খুঁজে বের করার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 04:11 PM
Updated : 21 Jan 2020, 04:11 PM

গণভবনে মঙ্গলবার কসোভোর রাষ্ট্রদূত ফিউনার উরিয়ার সঙ্গে আলোচনায় তিনি বলেন, “আমাদের দুই দেশকে দেখতে হবে যে, আমাদের কোন পণ্যগুলো আমরা রপ্তানি এবং কোনগুলো আমদানি করতে পারি।”

কসোভোর নতুন রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে গণভবনে গিয়েছিলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা সারাদেশে একশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, কেননা দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া এবং এর বাইরেও একটি ব্যাপক বাজার রয়েছে।”

কসভোর নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পূর্ব ইউরোপের মুসলিম দেশটির রাষ্ট্রদূত উরিয়া বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। 

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রদূত বলেছেন, সমগ্র বিশ্বে আপনার (শেখ হাসিনা) এবং বাংলাদেশের বিরাট ভাবমূর্তি রয়েছে।”

কসোভার রাষ্ট্রদূতও দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে বের করার উপর জোর দেন।

তিনি বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নেরও প্রশংসা করেন বলে প্রেসসচিব জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জ্বল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।