সিগারেট জালিয়াতিতে ৬ কোটি ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকি: দুদক

জাল অনুমতিপত্র দিয়ে সিগারেটের ব্যান্ডরোল উত্তোলন করে ছয় কোটি ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের এক কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2020, 04:10 PM
Updated : 20 Jan 2020, 04:10 PM

সোমবার কমিশন থেকে এ অনুমোদন দেওয়া হয় জানিয়ে দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী বলেন, শিগগিরই সংশ্লিষ্ট আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হবে।

আসামিরা হলেন- মেসার্স খান টোব্যাকো ইন্ডাস্ট্রিজের সত্বাধিকারী মো. রফিকুল ইসলাম খান লাভলু এবং দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের (বাংলাদেশ) উপ-ব্যবস্থাপক (কেন্দ্রীয় স্টোর) মো. আবুল বশর মজুমদার।

অভিযোগপত্রে বলা হয়, আসামি রফিকুল ইসলাম খান লাভলু কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১/২ নওগাঁ অফিসের অনুমতিপত্র জাল করে তা দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড গাজীপুরে দাখিল করে অপর আসামি আবুল বশর মজুমদারের সহায়তায় ৩ দশমিক ৩৭৫০ মিলিয়ন সিগারেট স্ট্যাম্প/ব্যান্ডরোল উত্তোলন করে ছয় কোটি ১০ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকা

সম্পূরক শুল্ক ও মূসক ফাঁকি দিয়েছেন।

এর আগে এসব অভিযোগে ২০১৭ সালের ৫ অক্টোবর নওগাঁ মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরদার আবুল বাশার মামলাটি তদন্ত করেন।