ভোটের আগে-পরের ৫ দিন অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 01:16 PM
Updated : 19 Jan 2020, 01:16 PM

ঢাকা সিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রোববার বিকালে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

তিনি বলেন, “নির্বাচন কমিশনকে চাহিদা অনুযায়ী আইনশৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতা করা হবে। ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র পরিবহন ও প্রদর্শন করা যাবে না।”

১৭২ ওয়ার্ডে ২ হাজার ৪৮৬ ভোট কেন্দ্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের দিন উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দুটি করে সাব-কন্ট্রোল রুম থাকবে।

ওই দিন মটরসাইকেল, টেক্সিক্যাব, ট্রাক, ইজিবাইক চলবে না। তবে সীমিত আকারে পাবলিক বাস চলবে।

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সোশাল মিডিয়া মনিটর করা হচ্ছে বলে জানান মন্ত্রী।