মান্নানের অভাব পূরণ হওয়ার নয়: রাষ্ট্রপতি

বগুড়া-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2020, 06:05 AM
Updated : 18 Jan 2020, 07:10 AM

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “আব্দুল মান্নানের মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ ও অভিজ্ঞ নেতাকে হারালো। তার অভাব কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”

রাষ্ট্রপতি সংসদ সদস্য মান্নানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকার ল্যাবএইড হাসপাতালে থাকা মান্নানের লাইফ সাপোর্ট শনিবার সকালে খুলে নেওয়া হয়।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মান্নানকে। অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এক শোকবার্তায় স্পিকার বলেন, “আব্দুল মান্নানের মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।

“৭৫ পরবর্তী কঠিন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলস পরিশ্রম, ত্যাগ ও কষ্ট করে যাওয়া আব্দুল মান্নানকে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”

পৃথক শোকবার্তায় আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।