ঢাকায় ‘হ্যাকিংয়ের’ অভিযোগে যুবক গ্রেপ্তার

একটি ওয়েবসাইট হ্যাক করার অভিযোগে রাজধানীর পল্লবী এলাকা থেকে এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 11:48 AM
Updated : 14 Jan 2020, 11:48 AM

এই বিভাগের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, সোমবার রাতে পল্লবীর বানারটেক এলাকার একটি বাসা থেকে মোক্তার হোসেন বাবু নামের ২১ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গত ২২ ডিসেম্বর বিস্ময় ডটকম (bissoy.com) নামে একটি ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়লে রোববার পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

মামলা হওয়ার পরই পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে বলে জানান জ্যোতির্ময় গোপ।
 
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। বিস্ময় ডটকম ওয়েবসাইটটিতে এখনও প্রবেশ করা যাচ্ছে না।