ঢাবি ভিসির বাড়িতে হামলা: তদন্ত প্রতিবেদন পিছিয়েছে

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে; আগামী ১১ ফেব্রুয়ারি নতুন তারিখ পড়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2020, 06:38 AM
Updated : 2 Jan 2020, 06:38 AM

বৃহস্পতিবার মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দিতে পারেননি।

এজন্য ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

আদালত পুলিশের সংশ্লিষ্ট পুলিশ কমকর্তা এসআই মাহমুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ২০১৮ সালের ৮ এপ্রিল মধ্যরাতে ঢাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।

হামলার ঘটনায় ওই বছরের ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা একটি মামলা করেন। এছাড়া পুলিশের বিশেষ শাখা (এসবি) ও শাহবাগ থানা পুলিশ আরো তিনটি মামলা করে। তবে চারটি মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।