শৈত্যপ্রবাহের সঙ্গে হালকা বৃষ্টির আভাস

দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়লেও রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 06:25 AM
Updated : 31 Dec 2019, 06:25 AM

মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে নতুন বছরের শুরুর দিন আকাশ মেঘলা থাকায় রাতের বেলা শীতের অনুভূতি বাড়বে।

রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারি, পঞ্চগড়,  কুষ্টিয়া ও যশোর অঞ্চলের ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ চলছে তা অব্যাহত থাকতে পারে।

“২ থেকে ৪ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির আভাস রয়েছে। এসব এলাকায় তাপমাত্রা সামান্য কমবে এবং মৃদু শৈত্যপ্রবাহ থাকবে।”

ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে পর পর দুই দফা শৈত্যপ্রবাহের কবলে পড়ে দেশের বিভিন্ন অঞ্চল। রোববার সকালে তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ নেমে যায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

গতবছর ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা।

পুরনো খবর-