জেএসসি-জেডিসিতে ৮৭.৯০% পাস

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় এবার পাস করেছে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী; ৭৮ হাজার ৪২৯ জন পেয়েছে জিপিএ-৫।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 06:15 AM
Updated : 31 Dec 2019, 01:01 PM

সেই হিসেবে এবার এ পরীক্ষায় পাসের হারের সঙ্গে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

গত বছর জেএসসি-জেডিসিতে সম্মিলিতভাবে ৮৫ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করে। তাদের মধ্যে ৬৮ হাজার ৯৫ জন জিপিএ-৫ পায়।

বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

পরে বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

নয়টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এবার জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ২ হাজার ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন পাস করেছে।

এবার ৫ হাজার ২৪৩টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গতবার ৪ হাজার ৭৬৯টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল।

অন্যদিকে এবার ৩৩টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গতবার ৪৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল।

শিক্ষামন্ত্রী জানান, এবার নয়টি সাধারণ বোর্ড থেকে ২২ লাখ ২১ হাজার ৫৯১ জন পরীক্ষায় বসেছিল। এদের মধ্যে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮ জন পাস করেছে; পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ।

কোথায় কেমন ফলাফল

পাসের হার (%)

জিপিএ-৫ (জন)

বোর্ড

পাসের হার (%)

জিপিএ-৫ (জন)

২০১৮

 

২০১৯

৮৩.১৯

২২,৩৩৪

ঢাকা বোর্ড

৮২.৭২

১৮,৯৫৩

৯৪.৫৭

১৪,৬৩৮

রাজশাহী

৯৪.১০

১৬,৪৭৮

৮৬.৯৯

৩,৭৪২

কুমিল্লা

৮৮.৮০

৬,১৩১

৮৪.৬১

৭,২৫৬

যশোর

৯১.০৮

৯,৭৫৫

৮১.৫২

৫,২৩১

চট্টগ্রাম

৮২.৯৩

৬,০৪১

৯৭.০৫

৪,৯০৬

বরিশাল

৯৭.০৫

৪,৯৪৮

৭৯.৮২

১,৬৯৮

সিলেট

৯২.৭৯

৩,৭৭৩

৮১.৬৩

৬,৩০৩

দিনাজপুর

৮৩.৯২

৬,৭৬৫

আলাদা করা হয়নি

ময়মনসিংহ

৮৭.২১

৩,৯০৩

৮৯.০৪

১,৯৮৭

মাদ্রাসা বোর্ড

৮৯.৭৭

১,৬৮২

৮৫.৮৩

৬৮,০৯৫

মোট

৮৭.৯০

৭৮,৪২৯

নয় বোর্ড থেকে এবার ৭৬ হাজার ৭৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। গতবার এই সংখ্যা ছিল ৬৬ হাজার ১০৮ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এবার ৩ লাখ ৮০ হাজার ৪৪২ জন শিক্ষার্থী জেডিসিতে অংশ নিয়েছিল। এদের মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৫৫৩ জন পাস করেছে।

এবার জেএসসি-জেডিসিতে ১১ লাখ ৯৫ হাজার ৮০০ জন ছাত্র এবং ১৪ লাখ ৬ হাজার ২৫৩ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল। এরমধ্যে ১০ লাখ ৪০ হাজার ৭৪২ জন ছাত্র এবং ১২ লাখ ৪৬ হাজার ৫২৯ জন ছাত্রী পাস করেছে।

সম্মিলিতভাবে ছাত্রীদের পাসের হার ৮৮.৬৪ শতাংশ, আর ছাত্রদের ৮৭.০৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩২ হাজার ৫৪৬ জন ছাত্র, আর ৪৫ হাজার ৮৮৩ জন ছাত্রী।

বিদেশের নয়টি কেন্দ্র থেকে এবার ৪৩২ জন জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে পাস করেছে ৪১৯ জন। বিদেশে কেন্দ্রে পাসের হার ৯৬ দশমিক ৯৯ শতাংশ।

শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষার ফল বিশ্লেষণ করে শিক্ষা ব্যবস্থার জন্য কিছু ইতিবাচক দিক লক্ষ্য করা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত প্রচেষ্টাসহ সমগ্র শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতায় এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে।”