মোয়াজ্জেম আলীর জানাজা বুধবার, দাফন বনানীতে

সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর জানাজা হবে বুধবার; ওই দিনই বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 04:20 PM
Updated : 30 Dec 2019, 04:20 PM

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান ভারতে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বুধবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হবে সাবেক রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলীর জানাজা। সেখানে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে।

এরপর জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে আরেক দফা জানাজা হবে। পরে বনানী কবরস্থানে বাবার কবরে শায়িত হবেন মোয়াজ্জেম আলী।

লেখক সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ মোয়াজ্জেম আলীর জন্ম ১৯৪৪ সালে সিলেটে। দীর্ঘ কর্মজীবনে ভুটান, ইরান ও ফ্রান্সে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।