সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যু অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সাবেক পররাষ্ট্র সচিব ও ভারতে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 08:41 AM
Updated : 30 Dec 2019, 02:20 PM

সোমবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে বাংলাদেশ একজন দক্ষ কূটনীতিককে হারাল। তার মৃত্যু দেশের কূটনৈতিক জগতের জন্য অপূরণীয় ক্ষতি।”

রাষ্ট্রপতি মোয়াজ্জেম আলীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ মোয়াজ্জেম আলী।

সরকারি চাকরি থেকে অবসরের পরও চুক্তিভিত্তিক নিয়োগে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম আলী। তার বয়স হয়েছিল ৭৫ বছর।