আত্মহত্যার চেষ্টাকারী সেই নার্স মারাই গেলেন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েও বেঁচে গিয়েছিলেন নার্স মৌসুমী দত্ত; কিন্তু দুদিন চিকিৎসায় থাকার অবশেষে মারা গেছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2019, 08:59 AM
Updated : 28 Dec 2019, 08:59 AM

শনিবার সকাল সাড়ে ১১টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সিনিয়র স্টাফ নার্স মৌসুমী দত্ত (২৭) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।
হাসপাতালের পুরনো ভবনের চারতলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) কর্তব্যরত অবস্থায় বৃহস্পতিবার মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলার পর পোশাক পরিবর্তন কক্ষে ঢুকে আত্মহত্যার চেষ্টা করেন বলে সহকর্মীরা জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন পাটওয়ারী বলেন, মৌসুমীর গ্রামের বাড়ি ভোলায়। ২০১৬ সাল থেকে এই হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। তার স্বামীর নাম সঞ্জয় দত্ত।

মৌসুমীর মৃত্যুর খবর জানিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৌসুমী মারা যাওয়ার পর তার বাবা ও মার অভিযোগের ভিত্তিতে তার স্বামী সঞ্জয়কে গ্রেপ্তার করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।