শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2019, 08:44 AM
Updated : 28 Dec 2019, 08:44 AM

শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৭.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা নেমেছিল ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার বিকালের পর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে হালকা বৃষ্টির খবর আসছিল; রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় ঢাকাতেও। তাতে শীতের অনুভূতি খানিকটা বেড়েছে, আর রাস্তার শীতের ধুলা পরিণত হয়েছে বর্ষার কাদায়।

আবহাওয়াবিদ আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি যে বৃষ্টি ছিল, তা আর নেই। দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

গত ২৪ ঘণ্টায় ভোলায় সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে। আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে।