রাষ্ট্রপতির সঙ্গে বিচারপতিদের প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2019, 02:59 PM
Updated : 15 Dec 2019, 03:00 PM

রোববার বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ওই প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রধান বিচারপতি ‘সুপ্রিম কোর্ট দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।“

রাষ্ট্রপতি এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা তুলে ধরে বলেন, “ন্যায়বিচার নিশ্চিত, মৌলিক মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

মৌলিক মানবাধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট তার উদ্যোগ অব্যাহত রাখবে বলেও তিনি আশা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।