নেত্রকোণায় অর্ণবের শেষকৃত্যে মানুষের ঢল

চোখের জলে স্বজনরা বিদায় জানালেন অর্ণব মজুমদারকে। অকাল প্রয়াত তরুণ এই ক্রীড়া সাংবাদিকের শেষকৃত্যে নেমেছিল মানুষের ঢল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2019, 01:49 PM
Updated : 14 Dec 2019, 01:49 PM

নেত্রকোণা মহা শশ্মানে শনিবার হয় অর্ণবের অন্ত্যেষ্টিক্রিয়া।

মাত্র ২৭ বছর বয়সে গত শুক্রবার না ফেরার দেশে চলে যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক অর্ণব। মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে ভারত থেকে দেশে আসেন একমাত্র বড় বোন সুভদ্রা উর্মিলা মজুমদার। তার অপেক্ষাতে হিমাগারে রাখা হয় মরদেহ।

অর্ণবের বড় চাচা প্রদীপ মজুমদার জানান, ১৬ দিন পর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হবে।

শুক্রবার দুপুরে অসুস্থ বোধ করায় ঢাকার দক্ষিণ খানের বাসা থেকে ওষুধ কিনতে ফার্মেসিতে গিয়েছিলেন অর্ণব। সেখানে সে চেতনা হারিয়ে পড়ে গেলে পুলিশের সহায়তায় তাকে স্থানীয় কেসি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু জরুরি বিভাগের ডাক্তার জানান, অর্ণব আগেই মারা গেছে।

এ দিকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে অর্ণবের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যানার টানিয়েছে ক্রীড়া সাংবাদিক পরিবার ও মিডিয়া ভলান্টিয়াররা। আগের দিন মাঠের বড় দুই পর্দায় শোক জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ঢাকার দক্ষিণখানে ছোট কাকার বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার মধ্যেই সংবাদপত্রে কাজ শুরু করেন অর্ণব। খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই বেছে নেন ক্রীড়া সাংবাদিকতা।

গত অক্টোবরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে তিন বছর দৈনিক সমকালের ক্রীড়া বিভাগে কাজ করেছিলেন তিনি।