সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব শুরু শুক্রবার

‘বিজয়ের অঙ্গীকার, সাংস্কৃতিক অধিকার’ স্লোগান নিয়ে চারদিনের বিজয় উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2019, 10:37 AM
Updated : 12 Dec 2019, 10:40 AM

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ১৩ থেকে ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় এ উৎসবের প্রস্তুতির তথ্য তুলে ধরেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে বিজয় উৎসবের উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। 

১৪ থেকে ১৬ ডিসেম্বর শহীদ মিনারসহ ধানমণ্ডির রবীন্দ্র সরোবর, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ, মিরপুর ও দনিয়ায় প্রতিদিন উৎসবের কর্মসূচি থাকবে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা বের করা হবে। এছাড়া ঢাকার বাইরেও দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গোলাম কুদ্দুছ বলেন, বিজয় উৎসবের বিভিন্ন আয়োজনে দলীয় ও একক পরিবেশনায় সংগীত, নৃত্য, আবৃত্তি, পথনাটক, শিশু পরিবেশনা থাকবে। আড়াই হাজারের মত সাংস্কৃতিক কর্মী এসব আয়োজনে অংশগ্রহণ করবে।

অন্যদের মধ্যে জোটের সহ সভাপতি ফকির আলমগীর, উৎসব উদযাপন পরিষদের যুগ্ন-আহ্বায়ক ঝুনা চৌধুরী, দপ্তর সম্পাদক ফয়জুর আলম পাপপু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।