‘ডিজিটাল বাংলাদেশ দিবসে’ এবার তথ্য যাচাইয়ে জোর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আগামী বৃহস্পতিবার পালন করা হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 06:44 PM
Updated : 10 Dec 2019, 06:44 PM

‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ স্লোগানে সারাদেশে দিবসটি পালিত হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

দিবসের কর্মসূচি নিয়ে মঙ্গলবার আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলন করেন তিনি।

এবার দিবসের বিশেষ আয়োজন হিসেবে বৃহস্পতিবার দুপুর ৩টায় রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে গাইবেন মমতাজ, ওয়ারফেজ, নেমেসিস, স্পন্দন, ঐশী ও প্রিতম হাসান।

সারা দেশে শোভাযাত্রা আয়োজন করার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ দিবসে একটি শপথ অনুষ্ঠানও করা হবে।

এছাড়াও সেমিনার, আলোচনা সভা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা থাকবে দিনব্যাপী এই আয়োজনে।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

এরপর সকাল ১০টায় মানিক মিয়া এভিনিউ সড়কে শোভাযাত্রা অনুষ্ঠান; সেখানে উপস্থিত থাকবেন স্পিকার শিরীন শারমিন।

সংবাদ সম্মেলনে পলক বলেন, “আইসিটি ক্ষেত্রে আমাদের প্রয়োজন নিজেদের সক্ষমতা তৈরি করা। আমরা চিন্তা করছি প্রাথমিক শিক্ষায় আইসিটি বিষয়টিকে ডিজাইন করার বিষয়ে। এখানে কোনো কোনো বিষয় অন্তর্ভুক্ত হতে পারে আমরা তা নিয়ে ভাবছি। আমাদের পরিকল্পনায় আরো আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই বিষয়টিকে আরও হালনাগাদ করা।”

এ বছরের আইসিটি খাতে সাফল্য ও ব্যর্থতা প্রসঙ্গে পলক বলেন, “২০১৯ সালে আমাদের একটি বড় সাফল্য চূড়ান্ত ডেটা সেন্টার, যেখানে ডেটা সংরক্ষণে আমরা নিজস্ব সক্ষমতা তৈরি করতে পারছি।

“যেটা আমরা এখনও করতে পারিনি তা হলো, ইন্টার অপারেবল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। আমরা আশা করছি, আগামী বছর নাগাদ আমরা দেশবাসীকে এটি উপহার দিতে পারবো।”