কুড়িল ফ্লাইওভারে গামছা প্যাঁচানো লাশ

ঢাকার কুড়িল ফ্লাইওভারে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যার গলায় গামছা প্যাঁচানো ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 03:01 PM
Updated : 10 Dec 2019, 03:01 PM

নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার ভোরে কুড়িলে দুই ফ্লাইওভারের সংযোগস্থলে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই ব্যক্তির লাশ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মোকতারুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে,, কেউ তাকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে।”

ফাইল ছবি

মৃত্যুর কারণ অনুসন্ধানে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতেও পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।

তিনি বলেন, তার পরনে খয়েরি রঙের প্যান্ট ও নীল রংয়ের জামা ছিল।