পণ্যমূল্য স্থিতিশীল রাখতে পারে প্রতিযোগিতা কমিশন: রাষ্ট্রপতি

বাজারে অশুভ প্রতিযোগিতা রোধ করতে প্রতিযোগিতা কমিশনকে সক্রিয় হতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2019, 11:33 AM
Updated : 9 Dec 2019, 11:33 AM

সোমবার কমিশনের আট সদস্যের একটি প্রতিনিধি দল ২০১৮-১৯ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতে কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

এসময় রাষ্ট্রপতি বলেন, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে সুস্থ প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা রাখে। এতে মনোপলি, ষড়যন্ত্রমূলক যোগসাজশ, ইচ্ছেমত দ্রব্যমূল্য নির্ধারণ নিয়ন্ত্রণ করা সম্ভব।”

তিনি বলেন, সুস্থ প্রতিযোগিতার সুফল ব্যবসায়ী ও জনগণের কাছে পৌঁছাতে হলে অশুভ প্রতিযোগিতা রোধ করতে হবে।

তিনি এ ব্যাপারে দেশের বাণিজ্য-বিনিয়োগকারীসহ জনসাধারণকে অবহিত ও সচেতন করার পরামর্শ দেন।

রাষ্ট্রপতি বলেন, সক্রিয় প্রতিযোগিতা কমিশন পণ্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখতে পারে। 

কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম, বাণিজ্য সচিব জাফর উদ্দীন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এসময় উপস্থিত ছিলেন।