দেশের উন্নয়নে এনডিসি গ্র্যাজুয়েটদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ন্যশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফের্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েটরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 11:46 AM
Updated : 8 Dec 2019, 11:46 AM

বঙ্গভবনের দরবার হলে বোরবার ওই সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, “আমি আশা করি প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।”

কোর্সে অংশ নেওয়া বিদেশি প্রশিক্ষনার্থীদের ধন্যবাদ জানিয়ে আবদুল হামিদ আশা প্রকাশ করেন, তারা নিজ নিজ দেশে বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন।

রাষ্ট্রপতি বলেন, “বর্তমান বিশ্ব দিন দিন আন্তঃনির্ভরশীল ও জটিল হয়ে উঠছে। উদ্ভাবন, পরিবর্তন এবং অগ্রগতির গতি দ্রুততর হয়ে উঠছে। বিশৃঙ্খল হয়ে উঠছে বিশ্ব।

“আমি নিশ্চিত অন্যদের জন্য আপনারা বড় উদাহরণ তৈরি করতে সক্ষম হবেন। নেতৃত্বের মাধ্যমে নিজ নিজ দেশের উন্নয়নে নতুন উদ্দীপনা দেবেন বলে আমি বিশ্বাস করি।”

১৬টি দেশের ৩১ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ১৫৯ জন গ্র্যাজুয়েট বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান।   

বৈশ্বিক প্রেক্ষাপটে ওয়ার কোর্সের সদস্যদের নেতৃত্ব তৈরি করতে এই কোর্স কার্যকর হবে বলেও আশা করেন রাষ্ট্রপতি।

এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।