আগারগাঁওয়ে রাস্তা খোঁড়ার সময় গ্যাস লাইনে আগুনে দগ্ধ ৪

রাজধানীর আগারগাঁওয়ের ষাট ফুট রাস্তায় ওয়াসার পানির লাইনের কাজে রাস্তা খোঁড়ার সময় গ্যাস লাইনে আগুন লেগে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2019, 05:54 PM
Updated : 7 Dec 2019, 05:54 PM

শনিবার সন্ধ্যার পর এই ঘটনায় দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি জানিয়েছেন।

দগ্ধ শ্রমিকরা হলেন- জোনায়েদ (২২), নীলু মিয়া (২৮), কবির আহমেদ (২৫) ও রুবেল (২৮)।

হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে জানান, তাদের হাত, পা ও মুখ-মণ্ডল দগ্ধ হয়েছে। তবে গুরুতর নয়।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নীলু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কয়েকজন শ্রমিক ষাট ফুট রাস্তায় ওয়াসার পানির লাইনের কাজ করছিলেন।

“কাজ করতে গিয়ে গ্যাসের লাইন কেটে যায়, সেখান থেকে গ্যাস নির্গত হচ্ছিল। আমরা সাবধানেই কাজ করছিলাম। কিন্তু হাতুড়ি দিয়ে রাস্তা কাটার সময় স্পার্ক হয়। তখনই গ্যাস লাইনে আগুন লেগে লেগে যায়।”

পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত সোয়া ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

এরা ‘নাভানা’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক বলে জানান ওসি জানে আলম মুন্সী।

এই শ্রমিকদের তিনজনের গ্রামের বাড়ি পাবনায়, একজনের বাড়ি ময়মনসিংহ জেলায়। তারা আগারগাঁওয়ের তালতলা এলাকায় থাকেন।