ঢাকার মিরপুরে বাসায় বৃদ্ধা ও গৃহকর্মী খুন

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এক বৃদ্ধা এবং তার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2019, 02:56 PM
Updated : 3 Dec 2019, 04:54 PM

তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। তবে কী কারণে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরে মিরপুর ২ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ২ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলার বাসায় গিয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত বৃদ্ধার নাম রহিমা বেগম (৬০), তার গৃহকর্মীর নাম সুমি আক্তার (২০)।

শুরুতে গৃহকর্মী সুমীকে অল্প বয়সী মনে হয়েছিল পুলিশের। পরে জানতে পারে, তার একটি বিয়েও হয়েছিল সুমির।

রহিমা মিরপুরের স্থায়ী বাসিন্দা, সুমির বাড়ি পিরোজপুরে। সুমী এক দিন আগে ওই বাড়িতে কাজ নিয়েছিলেন। 

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে এবং দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

রহিমা ওই বাসায় ভাড়া থাকতেন, তবে তিনি কীভাবে চলতেন, সে বিষয়ে পুলিশ কিছু জানতে পারেনি।

মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গৃহকর্মী মেয়েটির কোনো খবর না পেয়ে তার খালা সন্ধ্যায় ওই বাসায় যান। দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে মৃতদেহ দেখে তিনি পুলিশে খবর দেন।

“মেয়েটি গতকাল থেকেই ওই বাসায় কাজ শুরু করেছিল বলে তার খালা পুলিশকে জানিয়েছেন।”

ডিএমপির মিরপুর বিভাগের সহকারী কমিশনার খায়রুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বৃদ্ধার এক পালিতপুত্র মাঝে-মধ্যে ওই বাসায় যেতেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

ওই পালিতপুত্রকে এখন খুঁজছে পুলিশ। তাকে পাওয়া গেলে ঘটনাটি পরিষ্কার হবে বলে মনে করেন উপকমিশনার মোস্তাক।