
রোহিঙ্গাদের এনআইডি: রিমান্ডে ঢাকার দুই নির্বাচনকর্মী
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2019 06:01 PM BdST Updated: 02 Dec 2019 07:11 PM BdST
-
নির্বাচন ভবন
জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া জড়িত নির্বাচন কমিশনের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
Related Stories
সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম খায়রুল আমীন তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া।
এই দুই নির্বাচনকর্মী হলেন- সত্য সুন্দর দে ও সাগর চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তদন্ত কর্মকর্তা জানান, বিভিন্ন সময়ে গ্রেপ্তার নির্বাচন কমিশনের স্থায়ী ও প্রকল্পের অধীনে কর্মরত কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে। বিভিন্নজনের তথ্যে সত্য সুন্দর দে ও সাগর চৌধুরীর নাম এসেছে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায়।
“তাদেরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেজন্য তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
উচ্চ আদালত থেকে জামিন নেওয়া প্রকল্পের অধীনে ঢাকায় নির্বাচন কমিশনে কর্মরত সাগর চৌধুরী ও সত্য সুন্দর দে রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির হলে তাদের কারাগারে পাঠায় আদালত।
গত ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার চট্টগ্রাম নির্বাচন অফিসের অফিস সহায়ক জয়নাল আবেদীন পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের জানিয়েছিল চট্টগ্রামের পামাপাশি ঢাকা থেকেও তিনি রোহিঙ্গাদের ভোটার তালিকায় আন্তর্ভুক্তি ও এনআইডি তৈরি করে দিতেন সাগর ও সত্য সুন্দরের মাধ্যমে।
জয়নালকে আটক করে পুলিশে দেওয়ার পর চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের ডবলমুরিং থানার নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমার করা মামলায় গ্রেপ্তার জয়নাল, তার দুই সহযোগী বিজয় দাশ ও সীমা দাশের পাশাপাশি সাগর এবং সত্য সুন্দরকে আসামি করা হয়।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- হোটেল ওলিও: বিচারের জন্য মামলার নথি সন্ত্রাসবিরোধী ট্রাইবুনালে
- এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডির মায়ের কুলখানি শুক্রবার
- মার্চের মধ্যে ঢাকায় ছয় বাস কোম্পানি, মেয়র খোকনের আশা
- অবৈধ সম্পদ যেখানেই থাকুক ভোগ করতে দেব না: দুদক চেয়ারম্যান
- বিচার শেষ হওয়ার আগেই চলে গেলেন অভিজিতের বাবা অজয় রায়
- রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- অপহরণের মামলায় জামিনে বেরিয়ে তরুণের ‘আত্মহত্যা’
সর্বাধিক পঠিত
- ইলিয়াস কাঞ্চনের ‘মুখোশ’ খুলবেন শাজাহান খান
- ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ
- ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ভারত
- পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএলের
- এসএ গেমস: শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না সাইফ-আফিফরা
- এসএ গেমস: রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশের মেয়েদের সোনা জয়
- বিয়ের পিঁড়ি থেকে পালানো ইতি এখন সোনাজয়ী
- পাকিস্তানে দিবা-রাত্রি টেস্ট খেলতে বাংলাদেশকে প্রস্তাব
- রুম্পা হত্যামামলায় বন্ধু সৈকত রিমান্ডে
- সালমান-ক্যাটরিনা ঢাকার মঞ্চে উঠবেন রাতে