এশিয়ান এইজ না ছাপাতে ‘হুমকি’, থানায় জিডি

ইংরেজি দৈনিক দ্য এশিয়ান এইজ না ছাপাতে হুমকি পাওয়ার অভিযোগ জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে এই সংবাদপত্রটির কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 04:50 PM
Updated : 20 Nov 2019, 05:13 PM

মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁও থানায় জিডি করেন পত্রিকাটির জ্যেষ্ঠ প্রতিবেদক প্রমথ রঞ্জন বিশ্বাস। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ৮টায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি প্রেসে এসে আমাদের এশিয়ান এইজ পত্রিকা না ছাপানোর হুমকি প্রদান করে। পরে আমাদের প্রেস ব্যবস্থাপনা পরিচালক আরিফুল ইসলাম আমাদের তা অবহিত করেন।”

ঢাকার তেজগাঁও শিল্প এলাকার একটি প্রেস থেকে প্রকাশিত হয় এশিয়ান এইজ।

ঘটনাটি ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন জানিয়ে প্রমথ বিশ্বাস বলেন, “তারা আমাদের এটা নিশ্চিত করেছেন যে ভুয়া আর অপরাধী একটি দল এসে পত্রিকা বন্ধ করতে চেয়েছিল।”

এ বিষয়ে সরকারের দৃষ্টি চেয়ে এশিয়ান এইজ কর্তৃপক্ষ বলছে, এ ঘটনাটি সরকারের মুক্ত গণমাধ্যম নীতির বিরুদ্ধে ‘চক্রান্ত’ বলে তারা মনে করে।