লবণ নিয়ে গুজব: অভিযোগ জানাতে ফোন করুন

দাম বেড়ে যাওয়ার গুজবে সারা দেশে লবণ কেনার হিড়িক তৈরি হওয়ার প্রেক্ষাপটে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে একটি ‘কন্ট্রোল রুম’ খোলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2019, 02:33 PM
Updated : 19 Nov 2019, 02:33 PM

নাগরিকরা লবণ সংক্রান্ত বিষয়ে সেখানে যোগাযোগ করতে পারবেন। ০২-৯৫৭৩৫০৫ এবং ০১৭১৫-২২৩৯৪৯ নম্বরে ফোন করে কন্ট্রোল রুমে অপারেটরের কাছ থেকে তথ্য নিতে বা দিতে পারবেন।

এছাড়া জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ ফোন করে এবং নিকটস্থ পুলিশ স্টেশনেও অভিযোগ জানাতে পারবেন যে কেউ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর শাহরিয়ার জানান, লবণের দাম নিয়ে গুজবকে কেন্দ্র করে অধিদপ্তরের কর্মকর্তারাও তাদের মোবাইল ফোনে (ওয়েবসাইটে দেওয়া) অভিযোগ নিচ্ছেন।

মঙ্গলবার বিকালে ও সন্ধ্যায় বাংলামোটর, ইস্কাটনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। রাতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান মঞ্জুর।

তিনি বলেন, “আমি এ পর্যন্ত শতাধিক কল পেয়েছি আমার ফোনেই। অভিযোগ শুনেই লোক পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি”।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ০২-৫৫০১৩২১৮, ০১৬২৪২৭৬০১২ নম্বরে যোগাযোগ করেও অভিযোগ জানানো যাবে বলে জানান তিনি।

পুলিশ সদরদপ্তরে হটলাইন ৯৯৯-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ জানান, তারা প্রচুর ফোন কল পাচ্ছেন। মানুষ লবণের দাম বৃদ্ধির খবরের সত্যতা জানতে চাইছে।