প্রাথমিক সমাপনী: প্রথম দিন অনুপস্থিত প্রায় দেড় লাখ

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনে পরীক্ষায় বসেনি এক লাখ ৪৩ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 03:07 PM
Updated : 17 Nov 2019, 03:07 PM

রোববার পরীক্ষা শেষে ইংরেজি বিষয়ের পরীক্ষায় এই শিক্ষার্থীরা অংশ নেয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৬০২ জন অনুপস্থিত ছিল।

অন্যদিকে মাদ্রাসার ইবতেদায়ী সমাপনীতে তিন লাখ ৫০ হাজার ৩৭১ জন শিক্ষার্থীর মধ্যে ৪৬ হাজার ৩৫৫ জন পরীক্ষায় অংশ নেয়নি।

প্রাথমিক স্কুলে পরীক্ষার্থীদের অনুপস্থিতির হার ৩ দশমিক ৮২ শতাংশ এবং ইবতেদায়ীতে ১৩ দশমিক ১৩ শতাংশ।

এদিকে স্কুলের কোনো পরীক্ষার্থী বহিষ্কার না হলেও মাদ্রাসায় বহিষ্কৃতদের সংখ্যা ১১ জন।

রোববার থেকে প্রায় সাড়ে সাত হাজার কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন।