দুই লাখ ইয়াবা: ঢাকায় তিন কারবারির সাজা

দুই লাখ ইয়াবা নিজেদের হেফাজতে রাখার দায়ে তিন মাদক কারবারিকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 11:49 AM
Updated : 14 Nov 2019, 11:49 AM

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম বৃহস্পতিবার এ রায় দেন ।

কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন বিচারক।

দণ্ডিপ্রাপ্তরা হলেন- বরিশালের বানারীপাড়ার মাদারকাঠি হাওলাদার বাড়ির সাইফুল ইসলাম কামাল, মো. আলাউদ্দিন ও মো. ইব্রাহিম হাওলাদার।

সাইফুল চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকার কর্নেলহাটের প্রশান্ত আবাসিক এলাকা, আলাউদ্দিন ডাবলমুরিংয়ের পানওয়ালা পাড়া ও ইব্রাহিম বরিশালের বানারীপাড়ার চৌয়ারি গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রায়ের বিবরণে বলা হয়, ২০১৬ সালের ৫ অগাস্ট ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে একটি মাইক্রোবাস তল্লাশী করে ইয়াবাগুলো জব্দ ও আসামিদের গ্রেপ্তার করে সিআইডির ট্রান্সন্যাশনাল অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইউনিটের একটি দল। অভিযানে দুইটি বস্তায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলো টেকনাফ থেকে আনা হয়েছিল।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. এছ্কন্দার আলী সরদার। সে বছরের ৭ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন এসআই নৃপেন্দ্র কুমার ভৌমিক। 

রাষ্ট্রপক্ষে ১১ জন ও আসামিপক্ষে একজনের সাক্ষ্যগ্রহণের পর আদালত রায় দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন হাওলাদার।