নকশায় হেরফের: উত্তরায় ভাঙা হল ৮টি ভবন

ঢাকার উত্তরায় রাজউকের নকশা ভেঙে ভবন নির্মাণকারী আট বাড়িমালিককে চিহ্নিত করে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 06:18 PM
Updated : 13 Nov 2019, 06:18 PM

বুধবার রাজউকের এক অভিযানে এসব ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়।

পাশাপাশি তিন ভবন মালিককে জরিমানা করা হয় ১৬ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, রাজউকের জোন-২ এর আওতাধীন রাজধানীর উত্তরা আবাসিক এলাকার ১২ নম্বর সেক্টরে এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

“অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মান করায় ০৮টি ভবনের নকশা বহির্ভূত অতিরিক্ত অংশ ভেঙে অপসারণ করা হয়েছে। এছাড়া ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এদের মধ্যে তিনটি ভবনের মালিককে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফ হোসেন, অথরাইজড অফিসার শেগুফতা শারমীন আশরাফ, জোন-২ এর পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম অভিযানে ছিলেন।