কলাবাগানের ফিরোজের বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগপত্র

রাজধানীর ধানমণ্ডি থানায় মাদক আইনে করা মামলায় কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে র‌্যাব।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2019, 06:09 PM
Updated : 12 Nov 2019, 06:09 PM

সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে তা জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর উপ-পরিদর্শক জসীম উদ্দীন। 

বিচারক অভিযোগপত্রে স্বাক্ষর করে বিচারের জন্য তা মহানগর দায়রা জজ আদালতে পাঠান বলে আদালত পুলিশের কর্মকর্তা এসআই আশরাফ আলী জানিয়েছেন।

গ্রেপ্তার ফিরোজকে হেফাজতে নিয়ে তিন দিন জিজ্ঞাসাবাদের পর গত ১০ অক্টোবর কারাগারে পাঠানো হয়।

গত ২০ সেপ্টেম্বর কলাবাগান ক্লাবে অভিযান চালিয়ে ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে দুটি মামলা করে।

পরে ফিরোজের বিরুদ্ধে দুই কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ জনশক্তি রপ্তানিকারকদের সমিতি বায়রার জ্যেষ্ঠ সহ-সভাপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।