রাহাতের মৃত্যু: কলেজ কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন জমা

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 03:56 PM
Updated : 11 Nov 2019, 03:56 PM

কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ৩ সদস্যের তদন্ত কমিটি গত ৭ নভেম্বর প্রতিবেদন তার কাছে দিলেও এরপর তিন দিন সরকারি ছুটি থাকায় তিনি তা সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।

প্রতিবেদনে কী বলা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন অধ্যক্ষ।

তিনি বলেন, “মন্ত্রণালয় প্রতিবেদন দেখে কলেজ কর্তৃপক্ষকে কোনো পরামর্শ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর পেছনে কর্তৃপক্ষের অবহেলা ছিল দাবি করে তার বিচার দাবিতে বুধবার মানববন্ধন করে রেসিডেনসিয়াল স্কুল ও কলেজের সাবেক শিক্ষার্থীরা

কলেজের মর্নিং শিফটের উপাধ্যক্ষ মঞ্জুরুল হককে প্রধান করে গঠিত এই কমিটির অপর দুই সদস্য হলেন- সহযোগী অধ্যাপক (বাংলা) হায়দার আলী এবং পদার্থ বিদ্যার প্রভাষক বদরুল হাসান।

গত ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নবম শ্রেণির ছাত্র রাহাতের।

তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠলে ঘটনার পরদিনই কলেজ কর্তৃপক্ষ ওই তদন্ত কমিটি গঠন করে।

ঘটনার পর মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পরে ৬ নভেম্বর প্রথমআলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে দৈনিকটির সম্পাদকের বিরুদ্ধে মামলা করেন রাহাতের বাবা মো. মুজিবুর রহমান।

আদালতের নির্দেশে গত ৯ নভেম্বর নোয়াখালীতে দাফন হওয়া রাহাতের লাশ তুলে ময়নাতদন্ত করা হয়।

১ ডিসেম্বরের মধ্যে মামলার বিষয়ে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত।