জেএসসি-জেডিসি: ফের পেছালো গণিত পরীক্ষা

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আবার পেছানো হল জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসির গণিত বিষয়ের পরীক্ষা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2019, 10:35 AM
Updated : 10 Nov 2019, 10:35 AM

শিক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ১২ নভেম্বরের বদলে এ পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল ১০টায়। এর আগে একই কারণে এই পরীক্ষা ৯ নভেম্বর থেকে পিছিয়ে ১২ নভেম্বর তারিখ রাখা হয়েছিল।

এদিকে মাদ্রাসা বোর্ডে জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসিতে ১২ নভেম্বর অনুষ্ঠেয় পরীক্ষাটি পিছিয়ে নেওয়া হয়েছে ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শুক্রবার ৯ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে যথাক্রমে ১২ ও ১৪ নভেম্বর নতুন তারিখ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এরপর ১১ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে নেওয়া হয় যথাক্রমে ১৩ ও ১৬ নভেম্বর।

রোববার সেই সূচিতে আবার পরিবর্তন আনলো শিক্ষা মন্ত্রণালয়।

পরিবর্তিত সূচি

পরীক্ষা

তারিখ

বিষয়

জেএসসি

১৩ নভেম্বর

বিজ্ঞান

 

১৪ নভেম্বর

গণিত

জেডিসি

১৪ নভেম্বর

গণিত

 

১৫ নভেম্বর*

বিজ্ঞান

 

১৬ নভেম্বর

ইংরেজি

* ১৫ নভেম্বরের জেডিসি পরীক্ষা হবে সকাল ৯টায়। অন্য দিন পরীক্ষা হবে স্বাভাবিক নিয়মে সকাল ১০টায়।