স্বামীর ‘নির্যাতনের’ প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে প্রবাসী নারী

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে তার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওমান প্রবাসী একজন নারী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2019, 04:40 PM
Updated : 8 Nov 2019, 04:40 PM

শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে রানু বেগম বলেন, চাঁদপুরের হাজীগঞ্জের সবুজ হোসেন নামে তার স্বামী শারীরিক নির্যাতন ছাড়াও মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।

সংশ্লিষ্ট থানায় অভিযোগ এবং আদালতে মামলা করেও এখনও কোনো প্রতিকার না হওয়ায় ‘হতাশ হয়ে’ পড়েছেন।

সংবাদ সম্মেলনে রানু, তার মা নিলুফা বেগম ও তার মামাতো ভাই মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

রানু বেগম বলেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সবুজের সঙ্গে পরিচয় হয় তার। ‘প্রেমের টানে’ দেশে ফিরে চাঁদপুরের হাজীগঞ্জের শাসনখোলার সবুজকে বিয়ে করেন। তার বাড়িও পাশের গ্রামে সৈয়দপুরে।

“কিন্তু প্রতারক সবুজের টাকা হাতানোর নেশা পেয়ে বসে। বিভিন্ন সময় আমার কাছ থেকে সে প্রায় ১৬ লাখ টাকা নেয়। নিজেকে সিভিল ইঞ্জিনিয়ার পরিচয় দেওয়া সবুজ বিয়ের তিন মাস যেতে না যেতেই টাকা দাবি করে। সংসারের কথা ভেবে টাকা ও স্বর্ণালংকার তুলে দিই তার হাতে।”

সবুজের আগের ‘দুটি বিয়ের’ খবর এরমধ্যে পেয়েছেন বলে জানান রানু।

“এরপরই তার আসল চেহারা প্রকাশ পায়। বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন শুরু করে।”

স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করেছেন জানিয়ে রানু বেগম বলেন, আদালতের নির্দেশে মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

বর্তমানে সবুজের নানা হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন তিনি।

সবুজের বিরুদ্ধে আদালতে দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরির্দশক নুর হোসেন মামুন বলেন, “মামলার তদন্ত চলছে। শিগগিরই আদালতে প্রতিবেদন দেওয়া হবে।”

রানু বলেন, ২৮ নভেম্বর তার ওমান যাওয়ার কথা রয়েছে। তাই মামলাটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানান তিনি।

অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য সবুজকে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।