উল্টো পথের মোটর সাইকেলে দুর্ঘটনায় পুলিশের গাড়ি, আহত ৩

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের পেছনের সড়কে উল্টো পথে আসা এক মোটর সাইকেলের কারণে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের গাড়ি; আহত হয়েছেন রামপুরা থানার দুই পুলিশ ও এক আনসার সদস্য।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2019, 11:20 AM
Updated : 8 Nov 2019, 11:20 AM

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনা ঘটে জানিয়ে রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি মামলার তদন্ত শেষে পুলিশ সদস্যরা থানায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।”

আহতরা হলেন- রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ, কনস্টেবল মোহসিন এবং আনসার আকিদুল ইসলাম।

শেরেবাংলা থানার ওসি জানে আলম মুনশী বলেন, পুলিশের গাড়িটি মোহাম্মদপুরের দিক থেকে বিজয় সরণির দিকে যাচ্ছিল। আর মোটরসাইলটি আসছিল উল্টো দিক থেকে একই লেইন দিয়ে। হঠাৎ মোটর সাইকেলটি পুলিশের পিকআপের সামনে পড়ে ইউ টার্ন নিতে গেলে দুর্ঘটনা ঘটে।

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষে পুলিশের পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, আঘাত পান পিকআপে থাকা তিনজনই। 

মটর সাইকেলটি জব্দ করার পাশাপাশি চালক সাতিল আহমেদকেও থানায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

ওসি কুদ্দুস ফকির বলেন, আহতদের প্রথমে পঙ্গু হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এখন তাদের রাখা হয়েছে রাজারবাগ পুলিশ হাসপাতালে। তাদের সবাই বিপদমুক্ত।

যে মোটর সাইকেলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তার চালকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন রামপুরার ওসি।