রাজউকে ভুয়া স্থপতি আটক

এক স্থপতির নাম, স্বাক্ষর ও সনদ জালিয়াতি করে ভবনের নকশার আবেদন করার অভিযোগ এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে রাজউক। ওই ব্যক্তি নিজেকে স্থপতি মইদুল ইসলাম বলে দাবি করেছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 05:16 PM
Updated : 7 Nov 2019, 05:41 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজউক জানায়, বিকেলে ওই ব্যক্তিকে আটকের পর উত্তরা (পূর্ব) থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার প্রকৃত নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাজউক জানায়, নকশা অনুমোদনের কাজ অনলাইনে করা হয়। রাজউকে কোনো নকশা অনুমোদনের জন্য আবেদন করা হলে আবেদনকারী ও স্থপতিকে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়।

গত মাসের শুরুতে নকশা জমা পড়ার একটি এসএমএস পান মইদুল ইসলাম নামে এক স্থপতি। এসএমএস পাওয়ার পর তিনি রাজউকে অভিযোগ করেন যে, ওই নকশা তিনি করেননি।

বিষয়টি নিয়ে তদন্তে নেমে রাজউক জানতে পারে স্থপতি মইদুল ইসলামের নাম, স্বাক্ষর জালিয়াতি করে নকশার আবেদন করা হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিকে উত্তরায় রাজউকের অঞ্চল-২ এ ডাকা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ব্যক্তি জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।