বাণিজ্য বাড়াতে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ বাড়াতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 04:48 PM
Updated : 7 Nov 2019, 04:48 PM

বাংলাদেশ সফররত কনরাড সাংমা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের ছাতকে দুই হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়টি তার সামনে তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়সহ দেশটির বিনিয়োগকারীরা সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন।

আর এ লক্ষ্যে দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ১৯৬৫ সাল থেকে বন্ধ হয়ে যাওয়া ভারত-বাংলাদেশের মধ্যকার রেল ও সড়ক রুটগুলো পুনরায় চালু করা হচ্ছে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদার করতে নৌপথে পণ্য পরিবহন বাড়াতে হবে। কেননা, নৌপথে তুলনামূলকভাবে কম খরচে পণ্য পরিবহন করা যায়।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নদীর নাব্যতা বাড়াতে আরও বেশি পানি ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে দুই পক্ষই লাভবান হবে।

শেখ হাসিনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে সহযোগিতার বিষয়টিও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, পারস্পরিক উন্নয়নের স্বার্থে মেঘালয় বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হতে পারে।

তিনি বলেন, মেঘালয়ে বোলডার, চুনাপাথর, কয়লা, রড ও ক্লিংকারসহ প্রচুর কাঁচামাল রয়েছে।

মেঘালয় বাংলাদেশের সঙ্গে কৃষি, বিদ্যুৎ ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে আগ্রহী বলে জানান সাংমা।

তিনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এসময় উপস্থিত ছিলেন।