সায়মাকে ধর্ষণ-খুনে হারুনকে আসামি করে অভিযোগপত্র

পুরান ঢাকার ওয়ারিতে ছয় বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যা করায় হারুন অর রশীদকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 06:50 PM
Updated : 5 Nov 2019, 06:50 PM

গত সপ্তাহে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক (নিরস্ত্র) মো. আরজুন। তা আগামী ২০ নভেম্বর আদালতে উপস্থাপন করা হবে বলে ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে জানা যায়।।

অভিযোগপত্রে বলা হয়, ২৬ বছরের যুবক হারুন ধর্ষণের পর শিশুটির গলায় শক্ত পাটের রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

ওয়ারিতে যে ভবনে সায়মা তার বাবা-মার সঙ্গে থাকত, ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে অতিথি হয়ে এসেছিলেন হারুন। তার খালাত ভাই পারভেজের বাসায় প্রায় দুমাস ধরে থাকছিলেন হারুন।

অভিযোগপত্রে বলা হয়, গত ৫ জুলাই সন্ধ্যায় পারভেজের ছোট ছেলের জন‌্য খেলতে ওই বাসায় এসেছিল সামিয়া। তখন হারুন  ছাদ দেখানোর কথা বলে সামিয়াকে ওই ভবনের ৯ তলায় একটি খালি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানেই ধর্ষণ ও খুন করে।

মেয়ে হত্যাকাণ্ডের পর আব্দুস সালাম গত ৬ জুলাই ওয়ারি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর গত ৭ জুলাই কুমিল্লার ডাবরডাঙা এলাকা থেকে আসামি হারুনকে গ্রেপ্তার করা হয়। পরদিন হারুন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।