আরও চার বছর ঢাবি উপাচার্য আখতারুজ্জামান
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2019 05:59 PM BdST Updated: 03 Nov 2019 08:11 PM BdST
‘সাময়িকভাবে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপক মো. আখতারুজ্জামানকে আরও চার বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছে সরকার।
তাকে উপাচার্য নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সিনেট মনোনীত প্যানেল থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য এ নিয়োগ দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে গত ৩১ জুলাই তিনজনের প্যানেল চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয়ের সিনেট।
বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল স্থান পেয়েছিলেন।
সিনেট সদস্যদের ভোটে তিনজনের প্যানেল প্রথম অবস্থানে ছিলেন বর্তমান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ এবং দ্বিতীয় অবস্থানে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
তাদের মধ্যে তৃতীয় অবস্থানে থাকা অধ্যাপক আখতারুজ্জামানই উপাচার্য হিসাবে নিয়োগ পেলেন।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষে উপাচার্য প্যানেল নির্বাচন নিয়ে বিরোধের মধ্যে ২০১৭ সালে ৬ সেপ্টেম্বর ‘সাময়িকভাবে’ উপাচার্যের দায়িত্ব আসেন অধ্যাপক আখতারুজ্জামান।
ঢাবির উপাচার্য প্যানেলে ‘গড়বড়ের’ অভিযোগ
সে সময় ভোট ছাড়াই উপাচার্য প্যানেল চূড়ান্ত করা নিয়ে সমালোচনা এবং কয়েকজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের করা মামলায় ওই প্যানেলের কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ার এক মাসের মাথায় ওই সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
সাময়িকভাবে উপাচার্যর দায়িত্বে আসার আগে ২০১৬ সালের ২৩ জুন থেকে উপ-উপাচার্যের (প্রশাসন) দায়িত্বে ছিলেন অধ্যাপক আখতারুজ্জামান।
চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়েও নতুন উপাচার্য
এদিকে পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন উপ-উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করে আসা অধ্যাপক শিরীণ আখতার।
প্রজ্ঞাপনে বলা হয়, ”ভাইস চ্যান্সেলর পদে সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল হতে নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ অথবা পুনরাদেশ পর্যন্ত এ নিয়োগ বলবৎ থাকবে।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)।
প্রজ্ঞাপনে বলা হয়, “উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে তৎপূর্বেই এ নিয়োগ বাতিল করতে পারবেন।”
-
চলে গেলেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী
-
‘বেনাপোল দিয়ে ২০১৯ সালেই’ দেশ ছাড়েন পি কে হালদার
-
তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী কোর্স চালুর তাগিদ বিদায়ী উপাচার্যের
-
অবৈধ সম্পদ: ফরিদপুরের বরকত-রুবেলকে গ্রেপ্তারির আবেদন মঞ্জুর
-
ওআইসির আয়োজনে ঢাকায় ‘বঙ্গবন্ধু ইয়থ আর্ট কম্পিটিশন’
-
মহামারী: জয় বাংলা কনসার্ট এবার হচ্ছে না
-
মাদক মামলা থেকেও ইরফান সেলিমকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি