এমপিওভুক্ত হল যেসব স্কুল ও কলেজ

দীর্ঘ প্রতীক্ষার পর ‘মান্থলি পেমেন্ট অর্ডার’- এমপিওর অন্তর্ভুক্ত হল ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 03:39 PM
Updated : 23 Oct 2019, 03:39 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবনে এক অনুষ্ঠানে এসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন। গত ১ জুলাই, অর্থাৎ অর্থবছরের শুরু থেকেই এ সিদ্ধান্ত কাযকর হবে। 

এমপিওর তালিকাভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা তাদের বেতনের একটি অংশ সরকার থেকে পান। নতুন করে এ তালিকায় যুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৩৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৯৯৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৬৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৯৩টি কলেজ (উচ্চ মাধ্যমিক) এবং ৫৬টি ডিগ্রি কলেজ রয়েছে।

৩৫৭টি দাখিল মাদ্রাসা, ১২৮টি আলিম মাদ্রাসা, ৪২টি ফাজিল মাদ্রাসা, ২৯টি কামিল মাদ্রাসা এবার এমপিওভুক্ত হয়েছে।

এছাড়া আরও ৬২টি কৃষি, ১৭৫টি ভোকেশনাল এবং ২৮৩টি বিএম (এইচএসসি) কলেজ রয়েছে তালিকায়।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

মাধ্যমিক বিদ্যালয়

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

কলেজ (উচ্চ মাধ্যমিক)

ডিগ্রি কলেজ