হাইড্রলিক হর্ন উচ্ছেদে অভিযান, সফলতা নিয়ে সন্দিহান পথচারীরা

নিরাপদ সড়ক নিশ্চিত করতে রাজধানীতে হাইড্রলিক হর্ন অপসারণের অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 06:37 AM
Updated : 22 Oct 2019, 06:44 AM

তবে এই অভিযানের সার্বিক সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পথচারীদের কেউ কেউ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শান্তিনগরের কর্ণফুলি গার্ডেন সিটির কাছে যাত্রীবাহী বাস-মিনিবাস থেকে হাইড্রলিক হর্ন খুলে নিতে দেখা যায়।

সেখানে দায়িত্বপালনরত সার্জেন্ট হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপদ সড়ক তথা যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হাইড্রলিক হর্ন নিধনের অভিযান চলছে। তিন দিন আগে এই অভিযান শুরু হয়েছে।

“আজকে সকালে আমরা ২০টার অধিক হাইড্রলিক হর্ন খুলে নিয়েছি বিভিন্ন বাস থেকে। এই হর্ন ব্যবহারে আইনগত নিষেধ থাকলেও এসবের ব্যবহার বন্ধ হচ্ছে না।”

এই অভিযানের সার্বিক সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

আফজালুর রহমান নামে এক পথচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কীভাবে, কেমন করে এসব বাজারে বিক্রি হচ্ছে; যানবাহনে লাগানো হচ্ছে, তার দিকে প্রশাসনের প্রথম নজর দেওয়া দরকার।

“তা না হলে এই অভিযানে সার্বিক সফলতা আসবে না। আবার দেখা যাবে সাত দিন পরেই শুনবেন, হাইড্রলিক হর্নের সেই কর্কশ আওয়াজ।”

২০১৭ সালে রাজধানীতে চলাচলকারী সব যানবাহনে হাইড্রলিক হর্ন ব্যবহার বন্ধের পাশাপাশি হাইড্রলিক হর্নের উৎপাদন ও আমদানি বন্ধ করাসহ বাজারে যেসব হর্ন রয়েছে, তা জব্দের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।

দুই বছর পরও আমদানি নিষিদ্ধ করার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।