শপথ নিলেন হাই কোর্টের ৯ অতিরিক্ত বিচারক

হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ৯ জন শপথ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 07:01 AM
Updated : 21 Oct 2019, 07:02 AM

সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পড়ান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী।

জেলা ও দায়রা জজ হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা মুহম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নূরউদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন এবং ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পঞ্চম বিশেষ জজ হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আখতারুজ্জামান হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যার্টনি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল, অ্যাডভোকেট এ কে এম জহিরুল হক এবং ডেপুটি অ্যার্টনি জেনারেল কাজী জিনাত হককে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ রোববার নিয়োগ পান।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী এই ৯ জন অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাদের নিয়োগ কার্যকর হবে। তাদের মধ্য থেকেই পরে স্থায়ী বিচারপতি নিয়োগ করা হবে।

এই নয়জনকে নিয়ে হাই কোর্ট বিভাগে মোট বিচারপতির সংখ্যা দাঁড়ালো ১০০ জনে। আর প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি রয়েছেন সাত জন।

সর্বশেষ ২০১৮ সালের ৩০ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়।