ইলিশ ধরায় আটক ২৬৪

নিষেধাজ্ঞার মধ্যে দেশের বিভিন্ন নদীতে ইলিশ মাছ শিকারে ২৬৪ জন জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 05:35 PM
Updated : 20 Oct 2019, 05:35 PM

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে তাদের ধরা হয় বলে নৌ-পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকদের কাছ থেকে ৪৬ লাখ ৫৮ হাজার ৭৫০ মিটার জাল, ৬৩টি নৌকা, দুটি ট্রলার ও এক হাজার ৬৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে ।”

উদ্ধার করা মাছ এতিমখানায় বিরতণ করা হয়েছে বলেও জানান তিনি। 

ফরিদা পারভীন বলেন, আটকদের মধ্যে আটজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। আর বাকিদের জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সারা দেশে নৌ-পুলিশের ১১৬টি থানা ও কেন্দ্র রয়েছে। নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত নৌ-পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফরিদা।

ডিম পাড়ার মৌসুম হওয়ায় ‘মা’ মাছ সংরক্ষণের জন্য ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ করেছে সরকার।

এই ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।